
টেকনাফ: কক্সবাজারের টেকনাফ উপজেলায় ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। যার বাজার মূল্য প্রায় ১০ কোটি ২০ লাখ টাকা। রোববার ভোরে উপজেলার সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয় বলে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান টেকনাফ সীমান্ত দিয়ে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে নাজির পাড়ার রহমান নামক একটি প্রজেক্ট এলাকায় অভিযান চালায় বিজিরি একটি দল। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা একটি বস্তা ফেলে পালিয়ে যায়।
জব্দ করা ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসামরিক প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধিদের উপস্থিতিতে সেগুলো ধ্বংস করা হবে।
নিজস্ব প্রতিবেদক,সম্পাদনা: এম কে রায়হান