টেলিভিশনে মাহী-অপু দম্পতি

ডেস্কঃ প্রথমবারের মত টেলিভিশন অনুষ্ঠানে আবির্ভূত হতে যাচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহী ও তার সদ্য বিবাহিত স্বামী অপু। ‘কেমিস্ট্রি’ নামে এই অনুষ্ঠানটি মাছরাঙা টেলিভিশনের পর্দায় প্রচারিত হবে।
ঈদ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটির বিশেষ আয়োজনে অতিথি হিসেবে এই নব দম্পতিকে বেছে নেয়া হয়।
ইতিমধ্যে টিভি পর্দায় পরিধেয় ও করনীয় নিয়ে বেশ উত্তেজিত আছেন দু’জনেই। এই অনুষ্ঠানটি ২১শে জুন মাছরাঙা টেলিভিশনের স্টুডিওতে রেকর্ডিং করা হবে। রুম্মান রশীদ খানের গ্রন্থনায় অনুষ্ঠানটিতে উপস্থাপিকা হিসেবে দেখা যাবে রুমানা মালিক মুনমুনের মুখ।
এ ছাড়াও একুশে টিভির একটি ঈদ অনুষ্ঠানে মাহীর উপস্থিতি থাকবে এবার; একটি গানে চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে নৃত্য পরিবেশন করতে দেখা যাবে এই নায়িকাকে।
নিউজনেক্সটবিডিডটকম/এসকেএস/টিএস