টেলিসিনে অ্যাওয়ার্ড পেলেন জয়া

ডেস্ক: কলকাতার টেলিসিনে সোসাইটি আয়োজিত ‘১৬ তম টেলিসিনে অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে সম্মানিত হলেন বাংলাদেশি চার শিল্পী। এদের মধ্যে সৃজিত মুখার্জির ‘রাজকাহিনী’তে অভিনয়ের জন্য সেরা পার্শ্বঅভিনেত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো পুরস্কার জিতেছেন জয়া আহসান।
অ্যাওয়ার্ড জিতে নেয়া অন্যান্য বাংলাদেশীরা হলেন- মাসুদ পথিক (সেরা পরিচালক, নেকাব্বরের মহাপ্রয়াণ), জুয়েল মোর্শেদ (সেরা সংগীত শিল্পী ও পরিচালক) এবং শাহরিয়ার রাফাত (সেরা গায়ক)।
শনিবার সন্ধ্যায় কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে নির্মাতা মাসুদ পথিক ব্যতীত সবাই নিজ হাতে পুরষ্কার গ্রহণ করে। সার্ক ফিল্ম ফেস্টিভ্যালে ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ প্রদর্শনের জন্য মাসুদ শ্রীলংকায় অবস্থান করছেন। তার পক্ষ থেকে পুরষ্কারটি গ্রহণ করেন নির্মাতা হাসিবুর রেজা কল্লোল।
নিউজনেক্সটবিডিডটকম/এসকে/এসআই