
ঢাকা: ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টের প্রথম ইনিংসে মিরপুরে জ্বলে উঠতে পারেনি ইমরুল কায়েস ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট। প্রথমজন করেছিলেন ১ আর দ্বিতীয় জনের নামের পাশে ১৩ রান জমা করেই ফিরেছিলেন সাজঘরে। তবে দ্বিতীয় ইনিংসে ঠিকই নিজেদের ব্যাটকে প্রশস্ত করতে পেরেছেন তারা। দিনের শেষ শেসনের শেষ বলে এসে মাহমুদউল্লাহ রিয়াদ ব্যক্তিগত ৪৭ রানে ফিরে গেলেও ইমরুল ৫৯ রানের রয়েছেন হার না মানা। ক্যারিয়ারে এটা তার চতুর্থ হাফসেঞ্চুরি।
এর আগে, বাংলাদেশের ২২০ রানের জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে স্কোর বোর্ডে জমা করে ২৪৪ রান। ২৪ রানে পিছিয়ে থেকে বিকালে মাঠে নামে স্বাগতিক শিবির। শুরুতেই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস মারমূখী হয়ে উঠেন ইংলিশ বোলারদের উপর। তাদের আক্রমণাত্মক ব্যাটিং দেখে যে কেউ ভুল করবেন ম্যাচটিকে ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি মনে করে। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে দ্রুত রানের চাকা উর্ধ্বমূখী করেন এই দুইজন। প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো তামিম ইকবাল আজ ৪০ রান করেন। মাত্র ৪৭ বলে সাত বাউন্ডারি দিয়ে নিজের ইনিংস সাজানোর পরই জাফর আনসারির বলে স্লিপে দাঁড়ানো অ্যালিষ্টার কুকের তালুবন্দি হয়ে প্যাভিলিয়নে ফেলেন এ ওপেনার। টেস্টে এটাই আনসারির প্রথম উইকেট।
তামিমের ওই ধাক্কা সামলানোর আগেই আবার আঘাত ইংলিশদের। মাত্র ২ বল পরেই স্টোকসের শিকার মুমিনুল। প্রথম ইনিংসে ৬৬ রান করা এ ব্যাটসম্যানও একই ভুল করেছেন। স্লিপে দাঁড়ানো সেই কুকের হাতেই ক্যাচ দিয়েছেন তিনি। দ্রুত ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে তৃতীয় উইকেট জুঁটিতে ইমরুল কায়েস ও মাহমুদউল্লাহ দারুন এক জুটি গড়ে সেই চাপ কাটিয়ে উঠেন। ইংলিশ বোলারদের শাষন করে দ্রুত রান বাড়াতে থাকেন স্কোর বোর্ডে। এই জুঁটিও ওয়ানডে স্টাইলেই ব্যাট চালাতে থাকেন।
তৃতীয় উইকেট জুঁটিতে তারা ১০৩ বল খেলে ৮৬ রানের পার্টনারশীপ উপহার দেন দলকে। তবে দিনের শেষ বলে নিজের উইকেট বিলিয়ে দিয়েছেন মাহমুদউল্লাহ। নামের পাশে তখন ৪৭ রান জ্বল জ্বল করছিল মাহমুদউল্লাহর। আনসারি অষ্টম ওভারের শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে হয়তো হাফসেঞ্চুরি পূরন করে ড্রেসিং রুমে ফিরতে চেয়েছিলেন তিনি। কিন্তু তা আর হয়নি। ব্যাটে-বলে সংযোগ হয়নি। ষ্ট্যাম্প উড়ে যায় মাহমুদউল্লাহর।
অর্ধশত রান থেকে ৩ রান দূরে থাকতেই সাজঘরে ফিরতে হয় তাকে। একই সাথে শেষ হয় দ্বিতীয় দিনের খেলাও। মাহমুদউল্লাহ উইকেটে থাকলে সেটা দলের জন্যই হতো প্লাস পয়েন্ট। কিন্তু উইকেট বিলিয়ে দেয়ায় আগামিকাল নতুন ব্যাটসম্যানকে সাথে নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন ৫৯ রানে অপরাজিত থাকা ইমরুল কায়েস। তিনি নিজের ইনিংস সাজাতে খরচ করেছেন ৮১ বল। আর বাউন্ডারি হাঁকিয়েছেন ৮টি। বাংলাদেশ এগিয়ে আছে ১২৮ রানে।
প্রতিবেদন: কবির, প্রকাশ: তুহিন