
ঢাকা: অভিষেকের পর থেকেই ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে আলো ছড়াচ্ছেন পেসার তাসকিন আহমেদ। তার আক্রমনাত্মক বোলিংয়ের সামনে অসহায় হয়ে পড়েন বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানরা।
২০১৪ সালে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা এ পেসারের এখনো ক্রিকেটের মূল ফরম্যাট টেস্টে নাম লেখানো হয়নি। নির্বাচকরা টেস্ট দলের প্রাথমিক স্কোয়াডেও রাখেননি তাকে। তবে এবার সাদা-পোশাকের ক্রিকেটে অভিষেকের সম্ভাবনা উজ্জ্বল হয়েছে ২১ বছর বয়সী তাসকিনের। আসন্ন নিউজিল্যান্ড সফরেই হতে পারে তার টেস্ট অভিষেক।
২০ ওয়ানডে খেলা তাসকিন বল হাতে প্রতিপক্ষের উইকেট তুলে নিয়েছেন ৩১টি। টি-টোয়েন্টিতেও কম যাননি। ২৪ ম্যাচে তার সংগ্রহ ২১ উইকেট। দুই ফরম্যাটেই দুর্দান্ত পারফর্ম করছেন ধারাবাহিকভাবে। তাই নির্বাচকরাও তার উপর সন্তুষ্ট। তাই আসন্ন নিউজিল্যান্ড সফরেই টেস্ট অভিষেকের একটা ঈঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
তিনি বলেন, ‘তাসকিনের পারফরম্যান্স দিন দিন ভালো হচ্ছে। তাই ওকে নিয়ে আমাদের একটা বাড়তি চিন্তা-ভাবনা আছে। ওকে যদি টেস্টে খেলানো যায়।’
ডিসেম্বরেই নিউজিল্যান্ডের বিপক্ষে লম্বা সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। কিউইদের আবহাওয়ার সাথে নিজেদের মানিয়ে নিতে ঐ সফরের আগে অন্তত দশ দিন অস্ট্রেলিয়ার মাটিতে কন্ডিশনিং ক্যাম্প করবেন তামিম-সাকিব-মিরাজরা। সফরে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দু’টি টেস্ট ম্যাচ আছে। নিউজিল্যান্ড সফরের জন্য শুক্রবার ২২ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।যেখানে বাংলাদেশের পেস আক্রমণ সমৃদ্ধ করতে রাখা হয়েছে মাশরাফি, শফিউল, মোস্তাফিজ, শুভাশিষ, মো: শহীদ এবং তাদের সাথে আছেন তাসকিন।
প্রতিবেদক: কবির, সম্পাদনা: জাহিদ