
ঢাকা: চোটের কারণে গোটা ক্যারিয়ারে একটি মৌসুমও নিরবিচ্ছিন্ন ভাবে খেলতে পারেননি টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। পনের বছরের ক্রিকেট জীবনে ইনজুরিতে পরে ডাক্তারের ছুরির নীচেই যেতে হয়েছে ১০ বার। পুনর্বাসন শেষে তবুও বারবার ক্রিকেটে ফিরেছেন তিনি। সবশেষে সাদা পোষাক তুলে রেখে খেলেছেন কেবল ওয়ানডে আর টি-টোয়েন্টি। তবে সম্প্রতি সম্ভাবনা দেখা গেছে আবার সাদা পোশাকে দেখা যাবে মাশরাফি বিন মুর্তজাকে!
মাশরাফি পরিকল্পনা করছেন আসন্ন বিসিএলে খেলার। আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ফ্র্যাঞ্চাইজি–ভিত্তিক প্রথম শ্রেণির ক্রিকেটের এই আসরে তিনি খেলতে পারেন ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে।
নিজের পরিকল্পনা সম্পর্কে মাশরাফি জানান, ‘মূলত দীর্ঘ পরিসরের ক্রিকেটের প্র্যাকটিস করার জন্যই বিসিএলে কয়েকটি ম্যাচ খেলতে চাইছি। টেস্টে কবে ফিরব, সেই চিন্তা এখনই করছি না। তবে চাচ্ছি অন্তত চার দিনের ম্যাচ খেলার ফিটনেসটা রাখতে।’
খুলনা বিভাগের ক্রিকেটার বলে এমনিতে মাশরাফির খেলার কথা প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের হয়ে। কিন্তু তাকে জায়গা দিতে দক্ষিণাঞ্চলকে দল থেকে একজন ব্যাটসম্যান ছেঁটে ফেলতে হতে পারে, যেটা মাশরাফি চাইছেন না। পূর্বাঞ্চলের হয়ে খেলার ইচ্ছা সে কারণেই। এর আগে হওয়া বিসিএলের তিন আসরের একটিতেই খেলেছেন মাশরাফি। ২০১৪ সালের সেই বিসিএলেও তিনি খেলেছেন দক্ষিণাঞ্চলের হয়ে।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস