
ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌনে দুই কেজি ওজনের ১৫টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। বারগুলো লাগেজের ট্রলির নিচের ট্রেতে করে বিশেষ কায়দায় নিয়ে আসা হয়েছিল যার আনুমানিক মূল্য প্রায় ৭০ লাখ টাকা।
বৃহস্পতিবার দুপুরে শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বেলা ১১টার দিকে মোহাম্মদ মান্নান নামের এক ব্যক্তি দুবাই থেকে বাংলাদেশ বিমানের (বিজি ১১২) একটি ফ্লাইটে করে বিমানবন্দরের আসেন। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার মালামাল তল্লাশি করা হয়। এক পর্যায়ে তার সঙ্গে থাকা ট্রলির ট্রের নিচে চুম্বকের সাহায্যে বিশেষ ব্যবস্থায় রাখা ১৫টি সোনার বার উদ্ধার করা হয়।
মইনুল খান আরো জানান, মান্নানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে শুল্ক ও বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রক্রিয়া চলছে। আটক মান্নান পেশায় গাড়িচালক, তার বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে।
প্রতিবেদক: প্রীতম সাহা সুদীপ, সম্পাদনা: জাহিদ