
ডেস্ক: ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল পেরু। তবে তাদের জয়যাত্রা কোয়ার্টারেই শেষ। কলম্বিয়ার কাছে ট্রাইবেকারে ৪-২ গোলে হেরে শেষ হলো পেরুর কোপা আমেরিকার শতবর্ষপূর্তীর বিশেষ টুর্নামেন্ট।
অন্যদিকে মূল খেলা গোলশূন্য ড্র করলেও ট্রাইবেকারে ৪-২ গোলের ব্যবধানে জিতে ২০০৪ সালের পর প্রথমবারের মতো কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছে কলম্বিয়া।
শনিবারের কোয়ার্টার ফাইনাল ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্য ড্র হওয়ার পর অতিরিক্ত ২ মিনিটেও কোন দল গোলের দেখা পায়নি। ফলে খেলা গড়ায় ট্রাইবেকারে।
এতে পেরুকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া। মেক্সিকো ও চিলির মধ্য থেকে যে দল জয়ী হবে তারা সেমিফাইনালে মুখোমুখি হবে কলম্বিয়ার।
২০১৫ সালে কোপার কোয়ার্টার ফাইনাল থেকে কলম্বিয়া ট্রাইবেকারে আর্জেন্টিনার বিপক্ষে হেরে বিদায় নেয়। তবে এবার ভাগ্য তাদের সহায় হয়েছে। পেরুকে ট্রাইবেকারে হারিয়ে সেমিফাইনালে গেছে কলম্বিয়া।
গত চার আসরে সেমিফাইনাল খেলা পেরুকে এবার কোয়ার্টার থেকেই বাড়ির পথ ধরতে হয়েছে।
দুই দলের মুখোমুখি এটি ছিল ৫৩তম ম্যাচ। এর মধ্যে ২০ জয় ও ১৫ ড্র করে এগিয়ে আছে কলম্বিয়া। এর আগে গত বছর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেও পেরুকে হারিয়েছে দেশটি। সূত্র: দি গার্ডিয়ান।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই