
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। তারা হলেন-পরেশ (৪০) ও জিয়ন (৪৮)। নিহত পরেশ সদর উপজেলার আউলিয়াপুর তেয়ারীগাঁও গ্রামের বাসিন্দা ও জিয়ন ঠাকুরগাঁও শহরের ইসলামবাগ মহল্লার জহুরুলের ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার সকাল ৯ টায় মোটরসাইকেল নিয়ে দিনাজপুরের দিকে যাচ্ছিলেন পরেশ ও জিয়ন। পথে ২৯ মাইল নামক স্থানে পেছন থেকে আসা দুটি ট্রাক নিজেদের মধ্যে ওভারটেক করার সময় মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় পরেশ ও জিয়ন ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। তারা দুজনে বে-সরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) কর্মী। দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় কর্মস্থলে যোগ দিতে যাচ্ছিলেন তারা।
ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান জানান, পালিয়ে যাওয়া ট্রাক দুটোকে খোঁজা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক, সম্পাদনা: এম কে রায়হান