
গাজীপুর: ট্রাকের সঙ্গে পিকআপের ধাক্কা লেগে একজনের মৃত্যু হয়েছে। কালিয়াকৈর উপজেলার বাড়ৈপাড়া এলাকায় নবীনগর-চন্দ্রা সড়কে সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
কোনাবাড়ি-সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার বলেন, “বাড়ৈপাড়া এলাকায় নবীনগর-চন্দ্রা সড়কের পাশে একটি ট্রাক পার্ক করা ছিল। সোমবার সকাল সোয়া ৭টার দিকে টাঙ্গাইলগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকের পেছন দিকে ধাক্কা দেয়।”
তিনি আরো বলেন, “এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে ট্রাকের ভেতরে ঢুকে যায় এবং আসনে থাকা চালক চাঁন মিয়া (২২) গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় শেখ ফজিলাতুন্নেছা কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
ওসি হোসেন সরকার বলেন, “টাঙ্গাইলের ধনবাড়ি থানার বলদিয়ারা এলাকার আ. রহিমের ছেলে চাঁন মিয়া।”
গ্রন্থনা ও সম্পাদনা: আবু তাহের