ট্রাক্টর থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

চুয়াডাঙ্গা: জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামে ট্রাক্টর থেকে পড়ে রানা হোসেন (২০) নামের এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার বেলা ১২টার দিকে কার্পাসডাঙ্গা গ্রামের ভূমিহীন পাড়ায় এ দূর্ঘটনা ঘটে। নিহত রানা হোসেন দামুড়হুদা উপজেলার নাপিতখালী গ্রামের জামাল উদ্দীনের ছেলে।
এলাকাবাসী জানায়, বুধবার সকালে কার্পাসডাঙ্গা টপটেন ইট ভাটা থেকে ট্রাক্টর বোঝাই করে ইট নিয়ে যাওয়ার পথে ভূমিহীন পাড়ার মোড়ে পৌঁছলে রানা ট্রাক্টর থেকে পড়ে চাকায় পিষ্ট হন।
স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা: মাসুদ রানা তাকে মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এফকে/ওয়াইএ