
নড়াইল: নওয়াপাড়া সড়কের নলদীরচর এলাকায় একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী যাত্রীবাহী ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। সোমবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ লোকজন ট্রাকটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।
নিহতরা হলেন-বড়েন্দার গ্রামের সাধন বিশ্বাসের শিশুকন্যা তৃষা (৩) এবং আগদিয়ার চর গ্রামের পিন্টু বিশ্বাসের মেয়ে চৈতি বিশ্বাস (১৪)। সে গোবরা প্রগতি বিদ্যাপীঠের নবম শ্রেণির ছাত্রী।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস সড়ক দুর্ঘটনায় দুইজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, সংঘর্ষে ইজিবাইকের যাত্রী তৃষা (৩) ঘটনাস্থলেই মারা যায়।
এসময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পর চৈতি বিশ্বাস মারা যায়। এছাড়া গুরুতর আহত হওয়া অপর এক যাত্রী ও ইজিবাইক চালককে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর এলাকার বিক্ষুদ্ধ লোকজন ট্রাকে আগুন ধরিয়ে দেয়। পরে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
প্রতিবেদন: প্রতিনিধি, সম্পাদনা: ইয়াসিন/সাইফুল ইসলাম