ট্রাক খাদে পড়ে নিহত ১

পিরোজপুর: মঠবাড়িয়ায় ব্রিজ ভেঙে পাথরবোঝাই দুই ট্রাক খালে পড়ে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুইজন।
বুধবার ভোর পৌনে ৬টার দিকে উপজেলার বুধিঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মঠবাড়িয়া ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান।
নিহত হেলপার আসাদুজ্জামান (২৫) সাতক্ষীরা জেলার বাসিন্দা।
ওসি জানান, ভোরে দুটি পাথরবোঝাই ট্রাক সাতক্ষীরার ভোমরা থেকে মঠবাড়িয়ায় আসছিল। পথে ওই বুধিঘাটা এলাকার ব্রিজের উপর উঠলে ট্রাক দুটি ব্রিজ ভেঙে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক হেলপার নিহত হন। এ সময় দুইজন আহত হয়েছেন।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমএ/এসআই