ট্রাফিক আইন ভঙ্গে ডিএমপির ৫ হাজার মামলা

ঢাকা: রাজধানীতে ট্রাফিক আইন ভঙ্গের অপরাধে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে প্রায় ৫ হাজার মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। রোববার ডিএমপির গণমাধ্যম শাখার উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য জানান।
তিনি জানান, শনিবার দিনব্যাপী অভিযানে এসব মামলা দায়ের করা হয়। মোট ৪ হাজার ৯১৬টি মামলার মধ্যে উল্টোপথে গাড়ি চালানোর কারণেই ৩৯৫টি দেয়া হয়। এছাড়া নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ, হুটার, বেকন লাইট, গাড়ির জানালায় কালো গ্লাস ব্যবহারের অভিযোগে বাকি মামলাগুলো করা হয়েছে।
ডিসি মাসুদ বলেন, ‘অভিযানে মোট ৬ লাখ ৮৪ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ৪৪টি গাড়ি ডাম্পিংয়ে এবং ৫৪৭ টি গাড়ি রেকারিং করা হয়েছে।’
প্রতিবেদন: প্রীতম সাহা সুদীপ, সম্পাদনা: মাহতাব শফি