
ঢাকা: আমেরিকার সদ্য-নির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ।
এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আমল হানিফ নিউজনেক্সটবিডিকে বলেন, আমরা জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। আমেরিকার জনগণ তাদের যোগ্য নেতাকে রাষ্ট্রপতি হিসেবে বাছাই করেছে এতে আওয়ামী লীগ সে দেশের জনগণ ও নব-নির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানায়।
আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশেষ আগ্রহ ছিল। পাশাপাশি প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন এবং ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যমও বেশ সরগরম হতে দেখা গেছে।
এছাড়া আমেরিকাসহ বাংলাদেশের বেশির ভাগ সংবাদ মাধ্যমে হিলারি ক্লিনটন জয় লাভ করবেন বলে খবর প্রকাশিত হয়েছিল। কিন্তু সর্বশেষ ট্রাম্পের মাথায় উঠলো বিজয়ীর মুকুট।
প্রতিবেদক: ইয়াছিন রানা, সম্পাদনা: প্রণব