
ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। বুধবার দুপুরে এক বার্তার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অভিনন্দন বার্তায় শেখ হাসিনা লেখেন, ‘আপনার বিজয় আমেরিকার জনগণ ও বিশ্বমানবতার নিশ্চিৎ কল্যাণ বয়ে আনবে বলে প্রত্যাশা করি। আমি দৃঢ়ভাবে বলতে পারি আপনার কৌশলী নেতৃত্ব আমাদের দুই দশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে এবং আপনার আন্তরিক নেতৃত্ব বিশ্বের পরবর্তী প্রজন্মের জন্য কল্যাণ বয়ে আনবে এমন প্রত্যাশা করি।’
এদিকে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। তাদের প্রেস উয়িং কর্মকর্তারা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রন্থনা: প্রীতম সাহা সুদীপ, সম্পাদনা: জাহিদ