Saturday, June 10th, 2023
ট্রাম্পের উদ্ভট মন্তব্যগুলো!
June 15th, 2016 at 3:50 pm
ট্রাম্পের উদ্ভট মন্তব্যগুলো!

ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আসন্ন। ইতোমধ্যে দুই প্রধান দল রিপাবলিকান ও ডেমোক্রেটিক দল থেকে মনোনয়ন কে পাচ্ছেন তাও প্রায় নিশ্চিত। রিপাবলিকান দলে মনোনয়ন পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ছাড়া আর কোন প্রার্থী নেই দলটিতে। অন্যদিকে ডেমোক্রেটিক দলের মনোনয়ন পেতে যাচ্ছেন হিলারি ক্লিনটন।

এরইমধ্যে কখনো উদ্ভট, কখনো উদার মন্তব্য করে আলোচনা-সমালোচনার ঝড় তুলেছেন ট্রাম্প। তার তেমন কিছু মন্তব্য-

এক. আমি বলেছি, ইভানকা আমার মেয়ে না হলে আমি তার সঙ্গে প্রণয়ে জড়াতাম।

দুই. আমার আঙ্গুলগুলো লম্বা এবং সুন্দর, যেহেতু আমার শরীরের অন্যান্য অংশ থেকে এটি খুব ভাল তথ্যসমৃদ্ধ।

তিন. ডায়েট কোক পান করা পাতলা কোনো ব্যাক্তিকে আমি কখনো দেখেনি।

চার. আমার বুদ্ধি সর্বোৎকৃষ্টদের মধ্যে একটি, আপনারা সবাই এটি জানেন। দয়া করে বোকাবোধ করা বা নিরাপত্তাহীনতায় ভুগবেন না, এটি আপনাদের ভুল।

পাঁচ. একটি অত্যন্ত বিশ্বাসযোগ্য সূত্র আমার কার্যালয়ে আমাকে বলেছে যে, বারাক ওবামার জন্ম সনদে জালিয়াতি করা হয়েছে।

 ছয়. লেখিকা আরিয়ানা হাফিংটনের ভিতর এবং বাইরে কোনো আকর্ষণ নেই। আমি বুঝি একটি পুরুষের জন্য কেন তার সাবেক স্বামী তাকে ছেড়ে দিয়েছেন। তিনি ভাল সিদ্ধান্ত নিয়েছেন।

 সাত. আমি সবচেয়ে ভাল প্রাচীর তৈরি করবো। বিশ্বাস করুন আমার থেকে ভাল প্রাচীর কেউ তৈরি করতে পারবে না। আমি প্রাচীরটি খুব ব্যয়বহুলভাবে তৈরি করবো। আমি আমাদের দক্ষিণ সীমান্তে একটি মহান, মহান প্রাচীর গড়ে তুলবো, যে প্রাচীরের জন্য মেক্সিকো খরচ দেবে। আমার কথাটি চিহিৃত করে রাখুন।

আট. যখন মেক্সিকো তাদের জনশক্তি পাঠায়, তখন তারা ভাল জনশক্তি পাঠায় না। তারা পাঠায় সমস্যাগ্রস্ত মানুষ যারা সঙ্গে ওই সমস্যাগুলো নিয়ে আসে। তারা আনে মাদক ও অপরাধ। তারা ধর্ষক এবং আমি মনে করি সেখানে কিছু ভাল মানুষও রয়েছে।

নয়. আমি খু্ব ধনী এটি আমার সুন্দর দিক।

দশ. যতক্ষণ পর্যন্ত আপনার একটি আবেদনময়ী প্রেমিকা না হয় ততক্ষণ খারাপ গণমাধ্যম কোনো বিষয় নয়।

এগার. মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশের জন্য আমি হরতাল আহ্বান করেছি।

বার. আমার কোনো চমৎকার বন্ধু নেই যিনি সমকামী, কিন্তু আমি ঐতিহ্যবাদী।  সূত্র: টাইম অব ইন্ডিয়া

নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/এসআই/ওয়াইএ


সর্বশেষ

আরও খবর

বহিষ্কারের চিঠিতে বিএনপি ‘আপনার নাম একজন বেইমান, বিশ্বাসঘাতক ও মীরজাফর হিসেবে উচ্চারিত হবে।’

বহিষ্কারের চিঠিতে বিএনপি ‘আপনার নাম একজন বেইমান, বিশ্বাসঘাতক ও মীরজাফর হিসেবে উচ্চারিত হবে।’


কক্সবাজার পৌরসভা নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ: নির্বাচন কমিশনার আহসান হাবিব

কক্সবাজার পৌরসভা নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ: নির্বাচন কমিশনার আহসান হাবিব


বাংলাদেশকে শেখ হাসিনার মতো করে কেইবা ভালোবাসতে পারে?

বাংলাদেশকে শেখ হাসিনার মতো করে কেইবা ভালোবাসতে পারে?


ভূমি অফিসের ঘুষ দাবী, কাফনের কাপড় পরে শহীদ মিনারে অনশনে কৃষক

ভূমি অফিসের ঘুষ দাবী, কাফনের কাপড় পরে শহীদ মিনারে অনশনে কৃষক


মহাকালের পথে কালবেলার সমরেশ মজুমদার

মহাকালের পথে কালবেলার সমরেশ মজুমদার


পাগলা মসজিদে মিলেছে ৫ কোটি ৫৯ লাখ টাকা

পাগলা মসজিদে মিলেছে ৫ কোটি ৫৯ লাখ টাকা


ভাওয়াল বীরের জন্য এখনও কাঁদে গাজীপুর

ভাওয়াল বীরের জন্য এখনও কাঁদে গাজীপুর


রাজা চার্লস-রাণী ক্যামিলাকে শেখ হাসিনার অভিনন্দন

রাজা চার্লস-রাণী ক্যামিলাকে শেখ হাসিনার অভিনন্দন


বরগুনায় ইউপি সদস্য পনুকে কুপিয়ে হত্যা

বরগুনায় ইউপি সদস্য পনুকে কুপিয়ে হত্যা


বর্ণাঢ্য আয়োজনে পাহাড়ে চলছে বৈসাবী উৎসব

বর্ণাঢ্য আয়োজনে পাহাড়ে চলছে বৈসাবী উৎসব