
মুম্বাই: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র এক দিন বাকি।বর্তমানে হিলারি ক্লিনটন এবং ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা মনে প্রাণে তাদের পছন্দের প্রার্থীর জয় কামনা করছেন। তবে ট্রাম্পের ভারতীয় সমর্থকরা তাদের প্রার্থীকে বিজয়ী করার জন্য এবার ঈশ্বরের শরণাপন্ন হয়েছেন। এক্ষেত্রে তারা রিপাবলিকান এই ধনকুবেরের জন্য মন্দিরে যজ্ঞের আয়োজন করেছেন।
সোমবার উত্তর মুম্বাইয়ের কান্দিভলি এলাকার একটি মন্দিরে ট্রাম্পের জয় কামনা করে যজ্ঞের আয়োজন করেন মার্কিন প্রবাসী ভারতীয়রা।
বিষ্ণুধাম মন্দিরের ট্রাস্টি রমেশ জোশি ভারতীয় বার্তা সংস্থা পিটিআই’কে বলেন, ‘ট্রাম্পের জয়ের জন্য আমরা তিন ঘন্টাব্যাপী দু’টি যজ্ঞ করেছি। একটি হলো, ‘বিজয়প্রাপ্তি যজ্ঞ’। এটি ট্রাম্পের বিজয় নিশ্চিত করার জন্য। অপরটি ‘শাসনপ্রাপ্তি যজ্ঞ’, এটি যুক্তরাষ্ট্র শাসনে ট্রাম্পকে সাহায্য করার জন্য। যুক্তরাষ্ট্রের বাস করা ভারতীয়রা এই যজ্ঞের আয়োজন করেন।’
তিনি বলেন, ‘মার্কিন প্রবাসী কিছু ভারতীয় যখন দেশে আসেন, তখন আমাদের মন্দির পরিদর্শন করেন। তারাই এই যজ্ঞ করার জন্য অনুরোধ করেছেন।’
জোশি জানান, মার্কিন প্রবাসী ভারতীয়রা বলেছেন, ট্রাম্প তাদের আশ্বাস দিয়েছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে সন্ত্রাসী মোকাবিলায় ভারতকে সাহায্য করবেন।সূত্র: টাইমস অব ইন্ডিয়া
গ্রন্থনা: ফারহানা করিম, সম্পাদনা: জাহিদ