
ডেস্ক: নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সরকার গঠনের কাজ শুরু করেছেন। ঘোষণা করেছেন হোয়াইট হাউসের চিফ অব স্টাফ ও নিজের প্রধান কৌশলগত উপদেষ্টার নাম। বিবিসির খবরে জানানো হয়, স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্র ভিত্তিক সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প নতুন দুই প্রশাসনিক কর্মকর্তার নাম ঘোষণা করেন।
ট্রাম্প জানান, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হবেন রিপাবলিকান ন্যাশনাল কমিটির সভাপতি রাইনস প্রিবাস। চিফ অব স্টাফ হোয়াইট হাউসের নিয়ন্ত্রকের ভূমিকা পালন করবেন। হোয়াইট হাউসের পরিচালনা পরিকল্পনা তিনিই ঠিক করেন। এ ছাড়া কংগ্রেস ও হোয়াইট হাউসের মধ্যে সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।
ট্রাম্পের প্রধান কৌশলগত উপদেষ্টা হবেন রক্ষণশীল দলের সমর্থক ব্রাইতবার্ত নিউজ নেটওয়ার্কের প্রধান নির্বাহী নেতা স্টিভ বেনন।
ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, দায়িত্ব নেওয়ার পরপরই সে দেশে থাকা প্রায় ৩০ লাখ অবৈধ অভিবাসীকে হয় তাড়িয়ে দেবেন, নয়তো জেলে ঢোকাবেন।
এই দু’জন সম্পর্কে সম্পর্কে ট্রাম্প বলেন, “স্টিভ ও রাইনস যথেষ্ট যোগ্য নেতা। তারা দুজনে মিলে নির্বাচনী প্রচার চালিয়েছেন। আমাদের জয়ে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এখন আমি তাদের দুজনকেই হোয়াইট হাউসে রাখব। আমেরিকাকে উচ্চ মর্যাদায় নিয়ে যেতে আমরা একসঙ্গে কাজ করব।”
গ্রন্থনা: ময়ূখ, সম্পাদনা: প্রণব