
ডেস্ক: নির্বাচনের ফলাফল মেনে না নেয়ার বিষয়ে ট্রাম্পের বক্তব্যকে ‘রীতিমত বিপজ্জনক’ হিসাবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে এক নির্বাচনী সমাবেশে এ মন্তব্য করেন ওবামা।
এর আগে এক টেলিভিশন বিতর্কে ট্রাম্প বলেছেন, আসন্ন নভেম্বরের নির্বাচনের ফলাফল মেনে নেবেন না তিনি। বৃহস্পতিবার এক বিবৃতিতে ট্রাম্প বলেন, আমি আমার ভোটার এবং সমর্থক এবং যুক্তরাষ্ট্রের সব মানুষের কাছে প্রতিশ্রুতি ও অঙ্গীকার করছি যে, আমি এই মহান ও ঐতিহাসিক প্রেসিডেন্ট নির্বাচন মেনে নেব যদি আমি জয়ী হই।
ওই একই বক্তব্যে ট্রাম্প আরো বলেন, তিনি একটি নির্বাচনের স্বচ্ছ ফলাফল আশা করেন। তবে এতে কোনো ধরনের সন্দেহ হলে আইনি লড়াইয়ে যাবেন।
ট্রাম্পের এ ধরনের বক্ত্যের পরেই ওবামা বলেছেন, কোনো প্রার্থীর এ ধরনের বক্তব্য মার্কিন নির্বাচন নিয়ে মানুষের মনে সন্দেহ তৈরি করবে।
গ্রন্থনা ও সম্পাদনা: প্রণব