
লাস ভেগাস: মেক্সিকান এবং ল্যাটিন আমেরিকান অভিবাসীদের একটি ইউনিয়ন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ট্রাম্প ইন্টারন্যাশনাল লাস ভেগাস হোটেলের বাইরে ট্রাক দিয়ে প্রাচীর তৈরি করার পরিকল্পনা করেছে। বুধবার রাতে(বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল) লাস ভেগাসের ইউনিভার্সিটি অব নেভাদায় হিলারি ক্লিনটন এবং ট্রাম্পের মধ্যে তৃতীয় বিতর্ক অনুষ্ঠিত হবে। এই বিতর্ককে সামনে রেখে এই সিদ্ধান্ত নিয়েছে অভিবাসীদের ইউনিয়নটি।
ডোনাল্ড ট্রাম্প নির্বাচনি প্রচারণার শুরু থেকেই মেক্সিকান অভিবাসীদের বিরুদ্ধাচারণ করে আসছেন। তিনি তাদের ধর্ষক হিসেবে অভিহিত করে জানিয়েছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করবেন। এমনকি এই দেয়াল নির্মাণের জন্য যে অর্থ ব্যয় হবে তাও মেক্সিকানদের দিতে হবে।
রন্ধনবিষয়ক ইউনিয়ন এবং অন্যান্য কয়েকটি গ্রুপ ট্রাম্পের হোটেলের বাইরে অন্তত ৫টি টাকো(মেক্সিকান খাবার)ট্রাক দিয়ে প্রতীকী অর্থে প্রাচীর নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে।
লাস ভেগাসের কুলিনারি ওয়ার্কার্স ইউনিয়নের রাজনৈতিক পরিচালক ইউভান্না ক্যানসেলা বলেন, ‘প্রাচীর বানানোর ধারণা আমরা প্রথমে করিনি। ডোনাল্ড ট্রাম্পই প্রথম এই ধরনের কথা বলেছেন। আমরা তাকে দেখাতে চাই, প্রাচীর আমাদের বিভক্ত করেনি, বরং তার এধরনের কথাবার্তা আমাদের ঐক্যবদ্ধ করেছে। আমাদের বলতে মুসলিম, নারী, অভিবাসী এবং শ্রমিকদের বুঝাতে চাচ্ছি, বিভিন্ন সময়ে ট্রাম্প যাদের প্রতি নিন্দাবর্ষণ করেছেন। আমরা সবাই একসঙ্গে আসছি এটা নিশ্চিত করতে যে, ট্রাম্প কখনোই প্রেসিডেন্ট হবেন না।’
তিনি বলেন, ‘আমরা ট্রাম্পকে মনে করিয়ে দিতে চাই যে, লাস ভেগাসসহ দেশজুড়ে যেসব অভিবাসী শ্রমিক আছেন, সবাই প্রেসিডেন্ট বিতর্ক দেখবেন এবং নভেম্বরে ভোট দিবেন।’
কুলিনারি ইউনিয়ন ট্রাম্পের হোটেলের বাইরে অন্তত ১০টি র্যালির আয়োজন করেছেন। এদিকে কুলিনারি ইউনিয়নকে সমর্থন করা আরেকটি গ্রুপ ‘আই আমেরিকা’র রোসিও সায়েঞ্জ জানান, যারা এখানে আসছেন তারা প্রত্যেকেই ট্রাম্পের উদ্দেশ্যে একটি বার্তা পাঠাতে চান তাহলো, তারা ট্রাম্পকে এবং ঘৃণার রাজনীতিকে প্রত্যাখ্যান করছেন।সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনবিসি নিউজ
গ্রন্থনা: ফারহানা করিম, সম্পাদনা: জাহিদ