
দিনাজপুর: জেলার ফুলবাড়ী উপজেলায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা ও মেয়ে আত্মহত্যা করেছে। মৃতরা হলো, উপজেলার রাজারামপুর মাছুয়াপাড়া গ্রামের নিবাস চন্দ্রের স্ত্রী স্বরস্বতী রাণী (৪৫) ও তার মেয়ে ফাল্গুনী রানী (১৫)।
পার্বতীপুর রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে নিউজনেক্সটবিডি ডটকম’কে জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়রা খবর দিলে উপজেলার বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন রেলগেটের ৩৬৪/২ পিলার এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। রাতে পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করে।
তিনি আরো জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে পারিবারিক কলহের জের ধরে মা ও মেয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/ওয়াইএ