ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু
ঢাকা: রাজধানীর খিলক্ষেত ও কুড়িল বিশ্বরোড় এলাকায় ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ নিউজনেক্সটবিডি ডটকম’কে বলেন, ‘ভোর সাড়ে ৫টার দিকে খিলক্ষেত রেলগেটে এলাকায় ধুমকেতু এক্সপ্রেসের নিচে কাটা পড়ে মফিজউদ্দিন (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। তিনি খিলক্ষেত কামারপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। মফিজউদ্দিন কাঁচামালের ব্যবসা করতেন।’
এদিকে কুড়িল বিশ্বরোড় জোয়ার সাহারা এলাকা থেকে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/ওয়াইএ