ঠাকুরগাঁয়ে ঝুলন্ত লাশ উদ্ধার

ঠাকুরগাঁও: সদর উপজেলার শ্মশান ঘাট এলাকার এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৯টার ওই ব্যাক্তির ম্রৃতদেহটি একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
নিহতের নাম রোকুল চন্দ্র দাস। তিনি সদর উপজেলার কলেজপাড়ার বাসিন্দা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী ও মেয়েকে আটক করেছে পুলিশ।
স্থানীয়দের মধ্যে কেউ কেউ বলছেন, পারিবারিক কলহের জের ধরে তাকে হত্যা করে মৃতদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। আবার অনেকের দাবি, আত্মহত্যা করতে পারেন রোকুল। তবে এখনো এ ব্যাপারে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।
গ্রন্থনা: এম.রেজাউল করিম, সম্পাদনা: মাহতাব শফি