
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার ডটবাংলা ডোমেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। দুপুর ১২টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ডোমেইনের উদ্বোধন করেন তিনি। এর ফলে এখন থেকে বাংলা ভাষায় নাম ঠিক করে ওয়েব ঠিকানার নিবন্ধন নেওয়া যাবে।
আগ্রহীরা রোববার থেকেই নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ সংস্থা বিটিসিএল এর পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মো. মোরশেদ।
ডট বাংলা ডোমেইন চালু হলে আইসিটি খাতে ব্যবসার আরও প্রসার ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘যারা ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণার সমালোচনা করেছিলেন, তারাও ডট বাংলা ডোমেইন ব্যবহার করতে পারবেন।’
বাংলাদেশের জন্য এতোদিন আইসিএএনএনের স্বীকৃত ডোমেইন কোড ছিল ডট বিডি (. বিডি)। গত ৫ অক্টোবর তার সঙ্গে যুক্ত হয় ডট বাংলা। কোনো একটি রাষ্ট্রের জাতীয় পরিচয়ের স্বীকৃতি হিসেবে কাজ করে এই ডোমেইন। যেমন ডট ইউকে ডোমেইল নামের কোনো ওয়েবসাইটে প্রবেশ করলেই বুঝা যাবে সেটি যুক্তরাজ্যের ওয়েবসাইট। তেমনি ইউনিকোড দিয়ে স্বীকৃতি বাংলাদেশি ডোমেইন হল ডট বাংলা। বাংলাদেশের পাশাপাশি ভারত সরকারের মাধ্যমে পশ্চিমবঙ্গ এবং সিয়েরা লিওন একই ডোমেনের আবেদন করেছিল।
ডট বাংলা ডোমেইন এর টেকনিক্যাল কনটাক্ট হিসাবে দায়িত্ব পালন করছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। বাংলায় নতুন ডোমেইন নাম চালু হওয়ার পর www.btcl.com.bd এর বদলে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেস বারে বিটিসিএল.বাংলা লিখেও বিটিসিএল ওয়েবসাইটে প্রবেশ করা যাবে।
গ্রন্থনা: ময়ূখ, সম্পাদনা: জাবেদ