ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাত গ্রেফতার

ঢাকা: রাজধানীর তেজগাঁও থেকে ডাকাতির প্রস্তুতিকালে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, শরিফুল ইসলাম (১৯), মো.বাবু (২০), রিপন মিয়া (৩২) ও রাশেদ (২০)। এ সময় তাদের কাছ থেকে দুইটি চাপাতি উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (মিডিয়া) অতিরিক্ত কমিশনার মোহাম্মাদ ইউসুফ আলী জানান, বুধবার রাত সাড়ে ১১ টায় ডাকাতির প্রস্তুতিকালে কারওয়ান বাজারের তিতাস বিল্ডিংয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। তেজগাঁও থানার এএসআই জুলফিকার আলী তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে দুটি চাপাতি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
প্রতিবেদক: আইরিন রবি, সম্পাদনা-জাহিদুল ইসলাম