
ঢাকা: ডাক বিভাগের সার্ভিসের মান উন্নত করা, ডাক বিভাগে কর্মরত সকল কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদানের বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। ডাক বিভাগের ব্যান্ড রোল সহজলভ্য এবং নিকটস্থ পোস্ট অফিসে যাতে ব্যান্ড রোল পাওয়া যায় সে বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
রোববার দশম জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৩তম বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটি সভাপতি ইমরান আহমদ বৈঠকে সভাপতিত্ব করেন।
কমিটি সদস্য ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শওকত হাচানুর রহমান (রিমন), শরীফ আহমেদ, শেখ আফিল উদ্দিন, কাজী ফিরোজ রশীদ এবং হোসনে আরা লুৎফা ডালিয়া বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে ডাক বিভাগের কার্যক্রম এবং ২নং সাব-কমিটির রিপোর্ট উপস্থাপন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে ৬৪টি জেলায় ই-শপ চালু করা হয়েছে। উক্ত ই-শপগুলোর সাথে পোস্ট অফিসকে সংযুক্ত করার সুপারিশ করা হয় ।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন সকল প্রকল্পের অগ্রগতি এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলো সমাপ্ত করা যাবে কিনা সে বিষয়ে একটি প্রতিবেদন প্রদানের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। ডাক, টেলিযোগাযোগ বিভাগের সচিব,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব,বিটিআরসির চেয়ারম্যান, ডাক বিভাগের মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
নিউজনেক্সটবিডি ডটকম/ডিএম/জাই