
মস্কো: বিমানের ডানার ত্রুটির কারণে কৃষ্ণসাগরে ৯২ জন আরোহী নিয়ে রুশ সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার গণমাধ্যম। বিধ্বস্ত বিমানের উদ্ধার করা ব্ল্যাকবক্স থেকে এই তথ্য পাওয়া গেছে বলে দাবি করা হয়।
বিমান দুর্ঘটনা তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে জানায়, ফ্ল্যাপ, ডানার প্যানেল যা বিমানকে উত্তোলনে সাহায্য করে তা একসঙ্গে সচল না থাকার কারণে বিমানটি বিধ্বস্ত হয়। আর মস্কোভিত্তিক লাইফনিউজ ওয়েবসাইটে বলা হয়, এর ফলে পাইলট বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
মঙ্গলবার সমুদ্রের তলদেশ থেকে তুপোলেভ-১৫৪ বিমানের ব্ল্যাকবক্সটি উদ্ধার করা হয়। ব্ল্যাকবক্সে প্রাপ্ত ডাটা রেকর্ডার থেকে ককপিটে দুইজন পাইলটের কথোপকথনের ভিত্তিতে দাবি করা হয়, ডানার ত্রুটির কারণেই বিমানটি কৃষ্ণসাগরে বিধ্বস্ত হয়েছে।
অবশ্য এর আগে এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে বিমানের কর্মকর্তাদের কথোপকথনের যে রেকর্ড রুশ গণমাধ্যম প্রচার করেছিল তাতে বিমানের ত্রুটির বিষয়ে কোনো কিছুই উল্লেখ ছিলো না।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বুধবার সমুদ্রের তলদেশ থেকে দ্বিতীয় ফ্লাইট রেকর্ডার উদ্ধার করা হয়েছে এবং এটি বেশ ভালো অবস্থায় রয়েছে।
রোববার ৯২ জন আরোহী নিয়ে রুশ সামরিক বিমানটি সোচি থেকে সিরিয়ার লাটাকিয়ায় রুশ বিমান ঘাঁটির উদ্দেশ্যে উড্ডয়ন করে। কিছুক্ষণের মধ্যেই এটি কৃষ্ণসাগরে বিধ্বস্ত হয়। বিমানে রুশ সামরিক গায়ক দলের ৬৪ জন সদস্য ছাড়াও সাংবাদিক এবং প্রখ্যাত দাতব্য কর্মী ইয়েলিজাভেতা গ্লিনকা ছিলেন।
৩৩ বছরের পুরনো মডেলের তুপোলভ বিমানটি রাশিয়ার বিমান সংস্থায় ব্যবহার করা হয় না কিন্তু এটি এখনো সামরিক বাহিনীতে ব্যবহৃত হয়। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরে রুশ কর্মকর্তারা পাইলটের ভুল কিংবা যান্ত্রিক ত্রুটির কারণে কিংবা উভয় কারণে এটি বিধ্বস্ত হয়েছে বলে উল্লেখ করেছিলেন। সূত্র: বিবিসি
গ্রন্থনা: ফারহানা করিম, সম্পাদনা: সজিব ঘোষ