
ঢাকা: ‘সামিট-ডিআরইউ মিডিয়া কাপ’ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাভিশন। শনিবার সকালে মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে চ্যানেল আইকে ৪ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বাংলাভিশন।
এর আগে সকালে টুর্নামেন্টের দু’টি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম সেমিফাইনালে বাংলাভিশন ৮ রানে আলোকিত বাংলাদেশকে এবং দ্বিতীয় সেমিফাইনালে চ্যানেল আই ৫ উইকেটে ডেইলি স্টারকে পরাজিত করে ফাইনালে উন্নিত হয়।
ফাইনাল শেষে সেরাদের পুরস্কার বিতরণ করেন বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। টুর্নামেন্টের ফাইনালে সেরা নৈপুণ্যতা দেখিয়ে বাংলাভিশনের জোবায়ের ম্যান অব দ্য ফাইনাল পুরস্কার লাভ করেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন চ্যানেল আইয়ের রাহুল রায়। চ্যাম্পিয়ন দল ট্রফি ও ৫০ হাজার টাকা এবং রানার্স-আপ দল ট্রফি ও ৩০ হাজার টাকার পুরস্কার লাভ করে। উভয় দলের খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালদেরও ব্যক্তিগত মেডেল প্রদান করা হয়।
ডিআরইউ সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজু আহমেদের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন টুর্নামেন্টের টাইটেল স্পন্সর সামিট গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. ফরিদ খান, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবির সাবেক পরিচালক গাজী আশরাফ হোসেন লিপু, সাবেক জাতীয় দলের ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত, ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান, কো-স্পন্সর আল-আরাফা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী তাওহিদুল আলম, ম্যান অব দা ম্যাচ স্পন্সর স্ট্যান্ডার্ড ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সাখাওয়াতুর রহমান, এক্সিম ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সঞ্জীব চ্যাটার্জি, সামিট গ্রুপের হেড অব পাবলিক রিলেশন্স অ্যান্ড মিডিয়া শামসুদ্দিন হায়দার ডালিম, টেলিটকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মুসান্না হাবিব এবং বেভারেজ পার্টনার পারটেক্স গ্রুপের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার নাহিদ ইউসুফ।
প্রতিবেদন: প্রীতম সাহা সুদীপ