
চট্টগ্রাম: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বুধবার বিকালে চট্টগ্রামের আনোয়ারায় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ডিএপি সার কারখানা পরিদর্শন করেছেন।
সোমবার রাতে এই কারখানায় ট্যাংকার বিস্ফোরণে কয়েকশ টন এ্যামেনিয়া গ্যাস ছড়িয়ে পড়ে।
পরিদর্শনকালে শিল্পমন্ত্রী সাংবাদিকদের বলেন, তদন্ত কমিটির রিপোর্টের আলোকে কারখানা চালু ও আশপাশের পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। গ্যাস ছড়িয়ে পড়ার কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য এলাকাবাসীর কাছে এসময় ক্ষমা চান মন্ত্রী আমির হোসেন আমু।
তিনি বলেন, ‘করো গাফলতির কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটে থাকলে তার বিরুদ্ধে আইন আনুযায়ী ব্যবস্থা নেয়া হবে, শিগগিরই তদন্ত কমিটি তাদের প্রতিবেদন প্রকাশ করবে, তখন সবকিছু স্পষ্ট হয়ে যাবে।’
সন্ধ্যায় মন্ত্রী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গ্যাস দুর্ঘটনায় আহতদের দেখতে যান।
এ সময় তিনি আহতদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহন করা হবে বলেও আশ্বাস দেন।
প্রতিবেদক- সালেহ নোমান, সম্পাদনা- জাহিদুল ইসলাম