
ঢাকা: ঢাকা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) পদে ২৩ কর্মকর্তাকে নতুনভাবে পদায়ন ও বদলি করা হয়েছে। রোববার ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে জানানো হয়, ঢাকা মহানগর পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার(গোয়েন্দা-উত্তর) মো. শরিফুল আলমকে ইন্টেলিজেন্স অ্যান্ড এ্যানালাইসিস ডিভিশনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার হিসেবে, ইন্টেলিজেন্স অ্যান্ড এ্যানালাইসিস ডিভিশনের নাজমুস সাকিব খানকে গোয়েন্দা-দক্ষিণ বিভাগে, এএসএম মুক্তারুজ্জামান কে প্রশাসন-তেজগাঁও বিভাগে, তরিকুল ইসলামকে গোয়েন্দা উত্তর বিভাগে, তাপস কুমার পালকে পেট্রোল-ডেমরায়, মোহাম্মদ আলাউদ্দিনকে পেট্রোল-লালবাগে, মো. মিজানুর রহমানকে(প্রশাসন) উত্তরা বিভাগে, ইয়াসমিন সাইকা পাশাকে প্রশাসন-ট্রাফিক উত্তরে, মো. সিদ্দিকুর রহমানকে কাউন্টার টেরোরিজম ইউনিটে, আহসানুজ্জামান কে সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে, আজহারুল ইসলাম মুকুলকে কাউন্টার টেরোরিজম ইউনিটে, সৈয়দ মামুন মোস্তফাকে দারুসসালাম জোনে, শামসুল আরেফিনকে গোয়েন্দা-দক্ষিণ বিভাগে, মো. আহসান খানকে পেট্রোল-ধানমন্ডি সহকারী পুলিশ কমিশনার হিসেবে, মো. শাহিদুর রহমানকে কাউন্টার টেরোরিজম ইউনিটে, ইফতেখায়রুল ইসলামকে কাউন্টার টেরোরিজম ইউনিটে, মো. জামিনুর রহমান খানকে পেট্রোল-পল্লবীতে, মো. খোদাদাদ হোসেনকে পেট্রোল খিলগাঁও এ, শাহাদত হোসেন সুমাকে গোয়েন্দা-পশ্চিম বিভাগে, আনিচ উদ্দিনকে ট্রাফিক নিউ মার্কেট জোনে, আতিকুল ইসলামকে কাউন্টার টেরোরিজম ইউনিটে, মোহাম্মদ সাইফুল ইসলামকে প্রটেকশনে ও সহকারী পুলিশ কমিশনার তাপস কুমার দাসকে কাউন্টার টেরোরিজম ইউনিটের সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/জাই