ডিএমপি’র দুই ডিসি বদলি

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদের দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার বিকেলে ডিএমপি’র গণমাধ্যম শাখার উপ-কমিশনার মো. মাসুদুর রহমান নিউজনেক্সটবিডি ডটকম’কে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘ডিএমপি’র ডিসি খোন্দকার নাজমুল হাসানকে ডিসি-পিওএম এবং পশ্চিম ও ডিসি আতিকা ইসলামকে ডিসি-ক্রাইম হিসেবে বদলি করা হয়েছে।’
রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির সিদ্ধান্ত ঘোষণা করা হয় বলেও জানান তিনি।
প্রতিবেদন: প্রীতম সাহা সুদীপ, সম্পাদনা: সজিব ঘোষ