ডিএমপি’র মোবাইল কোর্ট: ২২ জনের কারাদণ্ড

ঢাকা: রাজধানীতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়, সেবন ও চুরি করার অপরাধে ২২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার মো. মাসুদুর রহমান নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২২ জনকে সাজা দেয়া হয়।’
ডিসি মাসুদ জানান, ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের ওই বিশেষ অভিযান পরিচালিত হয়।
প্রতিবেদন: প্রীতম সাহা সুদীপ, সম্পাদনা- জাহিদুল ইসলাম