
ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদে ৫ কর্মকর্তাকে নতুনভাবে পদায়ন ও বদলি করা হয়েছে ।
রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) আশরাফুজ্জামানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে জানানো হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম মানস কুমার পোদ্দারকে গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক-এ্যাডমিন এন্ড রিসার্চ মোঃ হুমায়ুন কবীরকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(ক্রাইম) হিসেবে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হাসান ফেরদৌসকে ট্রাফিক-এ্যাডমিন এন্ড রিসার্চের সহকারী পুলিশ কমিশনার হিসেবে, সহকারী পুলিশ কমিশনার উখিংমে কে ট্রাফিক-শাহাবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে ও সহকারী পুলিশ কমিশনার পেট্রোল-উত্তরা পূর্ব মোঃ মফিজুর রহমানকে প্রটেকশন বিভাগের সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/জাই