
ঢাকা: আগামী অর্থবছরের বাজেট পেশের একদিন আগে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে। একই সঙ্গে অধিকাংশ কোম্পানির দাম কমেছে।
ডিএসইতে আজ ৩১৬টি কোম্পানির ১২ কোটি ৪১ লাখ ৫৯ হাজার ৮৭৩ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৩৫৮ কোটি ৭ লাখ ৭২ হাজার ৫৩২ টাকা। যা আগের দিনের চেয়ে ৬৮ কোটি ১৫ লাখ টাকা কম।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২.৪০ পয়েন্ট বেড়ে ৪৪২১.৭৯ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ০.৩১ পয়েন্ট বেড়ে ১৭৪৬.১২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক পয়েন্ট ০.৩২ কমে ১০৯১.৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩১৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৬টি, কমেছে ১২৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির শেয়ার।
লেনদেনের দিক দিয়ে এগিয়ে থাকা প্রধান ১০টি কোম্পানি হলো: তিতাস গ্যাস, লাফার্জ সুরমা সিমেন্ট, ডরিন পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, ইউনাইটেড এয়ার, খান ব্রাদার্স পিপি, শাহাজীবাজার পাওয়ার, বেক্সিমকো ফার্মা, এমজেএল বিডি ও তসরীফা ইন্ডাঃ।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: তসরীফা ইন্ডাঃ,প্যারামাউন্ট টেক্সটাইল, ইনটেক অনলাইন, ইউনাইটেড এয়ার, রিজেন টেক্স, এইচআর টেক্স, সিএমসি কামাল, হামিদ ফেব্রিক্স, ১ম প্রাইম ফাইন্যান্স মি. ফা. ও বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: এনবিএল, প্রগ্রেসিভ লাইফ, এবি ব্যাংক, ফারইস্ট ফাইন্যান্স, আজিজ পাইপস, জিপিএইচ ইস্পাত, সুহৃদ ইন্ডাঃ, আরামিট লিঃ, আইপিডিসি ও ন্যাশনাল পলিমার।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএইচ/জাই