
ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার গত ৬ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ১৮০ কোটি ৭৯ লাখ ৪৩ হাজার ৬৯১ টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ৫১২ কোটি ৪১ লাখ টাকা বেশি।
এদিকে লেনদেনের পাশাপাশি এদিন মূল্যসূচকেরও বড় ধরনের উত্থান হয়েছে। প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় প্রায় ৬৭ পয়েন্ট বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়,সোমবার সূচকের উর্ধ্বমূখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়। এ প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে। দিনশেষে ডিএসইতে ডিএসইএক্স সূচক ৬৬ দশমিক ৯৫ শতাংশ পয়েন্ট বেড়ে ৫৬৬৯.৮০ পয়েন্টে দাঁড়ায়।
এদিন ডিএসইতে ৩২৮ টি কোম্পানির ৭০ কোটি ৩৪ লাখ ২৫ হাজার ১২৩ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের হাতবদল হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ২ হাজার ১৮০ কোটি ৭৯ লাখ ৪৩ হাজার ৬৯১ টাকা। আর ডিএস-৩০ মূল্য সূচক ১২.৯১ পয়েন্ট বেড়ে ২০২৪.৬৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ১১.১৯ পয়েন্ট বেড়ে ১২৯৭.৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৯ টির, কমেছে ১৪২ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭ টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে শীর্ষে থাকা প্রধান ১০টি কোম্পানি হলো: বেক্সিমকো লিঃ, বারাকা পাওয়ার, ইসলামি ব্যাংক, লঙ্কাবাংলা ফাইন্যান্স, লাফার্জ সুরমা সিমেন্ট, এবি ব্যাংক, সাইফ পাওয়ার, ইফাদ অটোস, সিটি ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক।
বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি: ফরচুন সুজ, ইসলামি ব্যাংক, ফনিক্স ফাইন্যান্স, আল-আরাফা ইসলামী ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, পুবালী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, কাশেম টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল ও সাউথইস্ট ব্যাংক।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি:- সিভিওপিআরএল, সমতা লেদার, রহিমা ফুড, বিডি অটোকারস, বেক্সিমকো সিনথেটিক্স, সোনারগাঁ টেক্সটাইল, ইস্টার্ন লুব্রিকেন্টস, কেডিএস, মিরাকল ইন্ডাট্রিজ ও বাংলাদেশ সিপিং কর্পোরেশন।
গ্রন্থনা ও সম্পাদনা: জাহিদ