
ঢাকাঃ আগামী ১০ অক্টোবর দেশের সর্বস্তরের মানুষের মাঝে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির ব্যাপক ব্যবহার এবং এর সুফল ছড়িয়ে দিতে রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের দেশের বৃহত্তম কম্পিউটার মার্কেট কম্পিউটার সিটি সেন্টারে বড় পরিসরে আবারো বসছে ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৯।
১০ম বারের মত অনুষ্ঠিত হতে যাওয়া এ মেলা চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। দক্ষিণ এশিয়ার মধ্যে বৃহত্তর আইটি পণ্যের শপিং মল হিসেবে ইতোমধ্যেই পরিচিত ও জনপ্রিয় কম্পিউটার সিটি সেন্টার সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। ১ম থেকে ১৪ম তলা পর্যন্ত ২ লাখ ২৪ হাজার বর্গফুট এলাকা জুড়ে এ মার্কেটে প্রায় ৬৫০টির অধিক প্রতিষ্ঠান তথ্যপ্রযুক্তি শিল্পের সর্বাধুনিক প্রযুক্তিপণ্য ও কলাকৌশল এ মেলায় প্রদর্শন করবে।
প্রতি বছরের ন্যায় এবারও মেলায় বিশেষ আয়োজন হিসেবে থাকবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আইসিটি কুইজ, ফ্রি গেমিং ও ইন্টারনেট ব্রাউজিং, অনলাইন ফ্রি টিকিট বুকিং প্রভৃতি সুবিধা থাকছে।
ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার, বিশেষ অতিথি থাকবেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপস, ইউনিভার্সিটি এশিয়া প্যাসিফিকের উপাচার্য ড. জামিলুর রেজা চৌধুরী, দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শেখ ফজলে ফাহিম, বাংলাদেশ দোকান মালিক সমিতি চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন।
এবারের মেলার আয়োজন সম্পর্কে ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৯–এর আহ্বায়ক ও কম্পিউটার সিটি সেন্টারের সভাপতি তৌফিক এহ্সোন বলেন, এবারের আইসিটি মেলাকে বৃহৎ আকারে করা হচ্ছে। পুরো শপিং মল জুড়ে চলবে প্রযুক্তি পণ্যের বেচাকেনা ও নতুন প্রযুক্তিপণ্যের প্রদর্শনী। মেলায় থাকবে নানা ছাড় উপহার। তরুণ প্রজন্ম থেকে শুরু করে সব মানুষের হাতে ডিজিটাল পণ্য তুলে দেয়ার লক্ষে এবারের আয়োজন হবে আরও জমজমাট। আশা করছি, এবার হাজার হাজার মানুষ মেলায় আসবেন। তাঁদের নিরাপত্তাসহ নির্বিঘ্নে মেলার আয়োজনে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
গ্রন্থনা ও সম্পাদনা: সবুজ