
ঢাকা: ডিজিটাল বালাংদেশে শিশুরা আরো নিরাপদ হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বুধবার সকালে বাংলাদেশ কম্পিউটার কিউন্সিল (বিসিসি) মিলনায়তনে নারী ও শিশুর নিরাপত্তায় নতুন ওয়েব বেইজড অ্যাপ ‘ম্যানেজিং ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইম্যান অ্যান্ড চিলড্রেন’ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে নারী-পুরুষ সমান ভূমিকা রাখবে। আর ডিজিটাল বাংলাদেশে শিশুরা হবে আরো বেশি নিরাপদ। আশা করা যায় তথ্যপ্রযুক্তির মাধ্যেমে নারী ও শিশুর জন্য একটি সুরক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে আমরা সক্ষম হবো।’
প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের নারীর ক্ষমতায়ন, নারী ও শিশু নির্যাতন বন্ধে বঙ্গবন্ধু উল্লেখযোগ্য অবদান রাখলেও পরবর্তী সরকারগুলো সে ধারা অব্যাহত না রেখে বরং ক্ষেত্র বিশেষে বাধা দিয়েছিলেন। কিন্তু বঙ্গবন্ধু কন্যা নারী ও শিশু নির্যাতন বন্ধ করা এবং তাদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’
অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, ‘ঘরে-বাইরে বিপদগ্রস্ত নারী ও শিশুকে দ্রুততার সাথে সহযোগিতা ও দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক ব্যক্তিবর্গ দ্বারা সার্বক্ষণিক ট্র্যাকিংয়ের মাধ্যমে স্বচ্ছ ও দ্রুত বিচার নিশ্চিত করতে আধুনিক সুবিধা সম্বলিত ‘ম্যানেজিং ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইম্যান অ্যান্ড চিলড্রেন’ ওয়েব বেইজড অ্যাপ্লিকেশন চালু করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরের সচিব নাসিমা বেগম, আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক আশরাফুল হকসহ আরো অনেকে।
প্রতিবেদক: এম. রেজাউল করিম, সম্পাদনা: আইরিন রবি