
ঢাকা: দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই) ও প্রযুক্তি খাতের শীর্ষ সংগঠনগুলোর যৌথ উদ্যোগে ‘ডিজিটাল বাংলাদেশ গড়তে বাজেটের প্রতিবিম্ব’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বুধবার দুপুরে এফবিসিসিআই কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ ও মাহবুবুল আলম মাহাবুবুল আলমসহ প্রযুক্তি সংগঠনগুলোর অনেক কর্তাব্যক্তি এতে উপস্থিত থাকবেন।
প্রযুক্তি সংগঠনগুলো হচ্ছে, বাংলাদেশ সেলফোন মার্চেন্ট এ্যাসোসিয়েশন, বাংলাদেশ সেলুলার ফোন এক্সেসরিস ইম্পোর্টার্স এন্ড মার্চেন্ট এ্যাসোসিয়েশন, বাংলাদেশ মোবাইল ফোন বিজনেসম্যান এ্যাসোসিয়েশন(বাম্বা), বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এ্যাসোসিয়েশন, বাংলাদেশ টেলিকম ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ টেলিকমিউনিকেশন বিজনেস এ্যাসোসিয়েশন ও টেলিকমিউনিকেশন ইনফোস্ট্রাকচার অপারেটরস অফ বাংলাদেশ।
নিউজনেক্সটবিডি ডটকম/আরকে/টিএস