
ঢাকা: রাজধানীর গুলশান-১ এর ডিসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। এসময় তিনি সাংবাদিকদের বলেন, এই ঘটনা নাশকতা নয়।
মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, “মেয়র হিসেবে মনে করি এখানে কোনো নাশকতা না হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ। আমি মনে করি না যে, এখানে নাশকতামূলক কিছু আছে।”
তিনি বলেন, পুলিশ, র্যা ব ও ফায়ার সার্ভিস সবাই মিলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে এই আগুন নিয়ন্ত্রণে আসতে কত সময় লাগবে তা বলা সম্ভব নয়।
এ ঘটনায় এ পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মার্কেটের পূর্ব দিক থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর পর্যায়ক্রমে পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। আগুনের কারণে মার্কেটের একাংশ ধসে পড়েছে। মার্কেটের কাঁচা বাজার অংশটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ডিসিসির এই মার্কেটে প্রায় দেড় হাজার দোকান আছে বলে সেখানকার কয়েকজন মালিক জানিয়েছেন। এই মার্কেটের ব্যবসায়ীরা বলছেন একটি দুর্নীতিগ্রস্ত মহলের ঘটানো পরিকল্পিত ঘটনা এটি।
মঙ্গলবার রাত আড়াইটায় মার্কেটটিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট কাজ করছে। তবে এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ সম্পর্কে এখনো জানাতে পারেনি ফায়ার সার্ভিস। বিভিন্ন স্থানে আগুনের ছোট ছোট কুণ্ডলী দেখা যাচ্ছে।
গ্রন্থনা: ময়ূখ, সম্পাদনা: জাবেদ