
ঢাকা: নাট্যনির্মাতাদের সংগঠন ‘ডিরেক্টরস গিল্ডের কার্যনির্বাহী পরিষদের সম্মেলন ডিসেম্বর মাসের ২ তারিখ অনুষ্ঠিত হবে। সম্মেলনের মধ্য দিয়ে সাধারণ সদস্যদের সঙ্গে মতবিনিময় ও টেলিভিশন সেক্টরের সঙ্গে জড়িত সব সংগঠন নিয়ে আলোচনায় বসবে সংগঠনটি।
বুধবার ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে এক সভায় এই সম্মেলনের ঘোষণা দেন ডিরেক্টরস গিল্ডের সভাপতি গাজী রাকায়েত ও সাধারণ সম্পাদক এস এ হক অলিক।
এ প্রসঙ্গে এস এ হক অলিক নিউজনেক্সটবিডি ডটকম’কে জানায়, প্রথমত আমাদের ডিরেক্টরস গিল্ড’র সাধারণ সদস্যদের সঙ্গে মতবিনিময় হবে। এরপর টেলিভিশন সেক্টরে জড়িত সংগঠনগুলোর সঙ্গে একটা সভা করতে চাই। এ ছাড়াও আমাদের বেশ কিছু সমস্যার কথা সরকারকে অবহিত করতে চাই। সরকারের সহযোগিতা ছাড়াতো আসলে সমাধান সম্ভব না। আমারা বেশ কিছু বিষয়বস্তু নিয়ে এ সভার আয়োজন করতে যাচ্ছি। যেমন-বাহিরের সিরিয়াল বাংলাভাষায় ডাবিং করে দেখানো।এতে দর্শকবিমুখ হচ্ছে।অনেকে বেকার হয়ে যাচ্ছে। তারপর বিদেশি অনুষ্ঠানে আমাদের দেশের বিজ্ঞাপন চালানো হচ্ছে।যা আসলে বিদেশিরা দেখছেন না।আমাদের দেশের বিজ্ঞাপন ওদের চ্যানেলে মাধ্যমে আমারাই দেখছি কিন্তু টাকা চলে যাচ্ছে ওই দেশে।এ ধরনের বেশ কিছু সমস্যা নিয়ে আমরা ওইদিন আলোচনা করবো।এবং সরকারের কাছে জানাবো।যাতে করে এ নিয়ে একটা নিতিমালা করা হয়।আমরা যদি সবাই মিলে এক হয়ে উদ্যোগ নেই তা হলেই দেশের সংস্কৃতিকে রক্ষা করা সম্ভব হবে।
অলিক আরো বলেন, সম্মেলনটি ডিসেম্বরের ২ তারিখ সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।
প্রতিবেদক: নাহিদ ন্যাস, সম্পাদনা: জাহিদ