ডিলানের “এটা অভদ্র ও দাম্ভিক আচরণ”

ডেস্ক: সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন বব ডিলান। তাকে নিয়ে মাতামাতি সবখানে। আর সেই তারই কিনা কোনো সাড়াশব্দ নেই! তার এই ব্যবহারে যার পরনাই ক্ষুব্ধ নোবেল কমিটি।
সুইডিশ অ্যাকাডেমির সদস্য ও লেখক পার ওয়াস্টবার্গ সুইডেনের এসভিটি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তো ক্ষোভে বলেন, “এটা অভদ্র ও দাম্ভিক আচরণ।”
তার গীতিকাব্যকে সাহিত্যের মর্যাদা দিয়েছে নোবেল কমিটি। কিন্তু আশ্চর্যজনকভাবে এ নিয়ে একটি বাক্যও খরচ করেনি কিংবদন্তি গায়ক। যেদিন এই ঘোষণা করা হয় সেদিনই লাস ভেগাসে একটি কনসার্ট করছিলেন তিনি। সেখানেও এ নিয়ে কোনো কথা বলেননি তিনি।
শোনা যাচ্ছে, কমিটির ফোন তিনি ধরেননি এবং কোনো জবাবও দেননি। প্রকাশ্যে এ নিয়ে কোনো বিবৃতিও দেননি। তার এই উদাসীনতার অন্য অর্থও খুঁজেছেন অনেকে।
সম্পাদনা: শিপন আলী