Tuesday, September 6th, 2016
ডিসিসিআই ও থাইল্যান্ডের বাণিজ্য আলোচনা
September 6th, 2016 at 7:38 pm
ডিসিসিআই ও থাইল্যান্ডের বাণিজ্য আলোচনা

ঢাকা: ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং বাংলাদেশ সফরত থাই-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের মধ্যকার বাণিজ্য আলোচনা হয়েছে। সোমবার ঢাকা চেম্বার ভবনে এ আলোচনা অনুষ্ঠিত হয়। ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি হুমায়ুন রশিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বাণিজ্য আলোচনায় বাংলাদেশে সফররত থাইল্যান্ডের প্রতিনিধিদলের নেতা ও থাইল্যান্ড বিনিয়োগ বোর্ড-এর ডেপুটি সেক্রেটারি জেনারেল চোকেদি কেসাং এবং থাই-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি মিংপ্যান্ট চায়া সহ ২০ সদস্যের থাই প্রতিনিধিদল অংশ নেয়।

ডিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন রশিদ বলেন, বাংলাদেশ সরকার দেশে ব্যবসা-বাণিজ্যের ধারাকে বেগবান করার জন্য অবকাঠামো উন্নয়নে নানাবিধ প্রকল্প গ্রহণ করেছে। তিনি এ ধরনের অবকাঠামো প্রকল্পে থাইল্যান্ডের উদ্যোক্তাদের বিনিয়োগের আহবান জানান।

হুমায়ুন রশিদ বলেন, সম্প্রতি সরকার সারা দেশে ১০০টি নতুন অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে, যেখানে বিদেশী উদ্যোক্তাদের বিনিয়োগের ক্ষেত্রে নানাবিধ প্যাকেজ সুবিধা দেয়া হচ্ছে।

তিনি এ ধরনের বিনিয়োগ সুবিধা গ্রহণ করে থাই্যান্ডের ব্যবসায়ীদের লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষি ও কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণ, অটোমোটিভ শিল্প, ঔষধ, চামড়া ও চামড়াজাত পণ্য, তৈরি পোশাক ও বেকওয়ার্ড লিংকেজ এবং তথ্য-প্রযুক্তি খাতে বিনিয়োগের আহবান জানান।

তিনি বলেন, ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশ ৩৫ দশমিক ১৫ মার্কিন ডলারের পণ্য থাইল্যান্ডে রফতানি করে, বিপরীতে থাইল্যান্ডে থেকে বাংলাদেশ ৬৮৫ দশমিক ৫৩ মার্কিন ডলারের পণ্য আমদানি করেছে।

তিনি আরো বলেন, থাই উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের পরিমাণ বাড়ছে এবং ২০১৫ সালে বাংলাদেশে থাই বিনিয়োগের পরিমাণ ৫৩ দশমিক ১৯ মিলিয়ন মার্কিন ডলার।

থাইল্যান্ডের প্রতিনিধিদলের নেতা এবং থাই বিনিয়োগ বোর্ড-এর ডেপুটি সেক্রেটারি জেনারেল চোকেদি কেসাং বলেন, থাইল্যান্ড ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক দীর্ঘদিনের এবং সামনের দিনগুলো তা আরো বৃদ্ধির সুযোগ রয়েছে।

তিনি বাংলাদেশকে বিদেশী উদ্যোক্তাদের বিনিয়োগের জন্য আদর্শ স্থান হিসেবে উল্লেখ্য করে বলেন, গত বছর প্রায় ২৫টি থাই কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করেছে। দু’দেশের মধ্যকার বাণিজ্য ঘাটতি কমানোর জন্য থাই ব্যবসায়ীদের আরো বেশি হারে বাংলাদেশে বিনিয়োগের আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ডিসিসিআই সহ-সভাপতি খ. আতিক-ই-রাব্বানী, এফসিএ, পরিচালক মোহাম্মদ শাহজাহান খান, এ কে ডি খায়ের মোহাম্মদ খান, হোসেন আকতার, কামরুল ইসলাম, এফসিএ, মামুন আকবর, মোঃ আলাউদ্দিন মালিক, মোক্তার হোসেন চৌধুরী, এস রুমি সাইফুল্লাহ, প্রাক্তন সভাপতি এম মোমেন, প্রাক্তন ঊর্ধ্বতন সহ-সভাপতি আব্দুস সালাম, প্রাক্তন সহ-সভাপতি আবসার করিম চৌধুরী, এম আবু হোরায়রা এবং হোসেন এ সিকদার।

প্রতিবেদন: দেলোয়ার মহিন, সম্পাদনা- জাহিদুল ইসলাম


সর্বশেষ

আরও খবর

দু-তিন দিনের মধ্যে আলুর দাম কমবে: বাণিজ্যমন্ত্রী

দু-তিন দিনের মধ্যে আলুর দাম কমবে: বাণিজ্যমন্ত্রী


আবারও বাড়লো স্বর্ণের দাম

আবারও বাড়লো স্বর্ণের দাম


পেঁয়াজে আমদানি শুল্ক প্রত্যাহার

পেঁয়াজে আমদানি শুল্ক প্রত্যাহার


হিলি স্থলবন্দর দিয়ে আটকেপড়া পেঁয়াজ ঢুকছে বাংলাদেশে

হিলি স্থলবন্দর দিয়ে আটকেপড়া পেঁয়াজ ঢুকছে বাংলাদেশে


স্বর্ণের দাম বাড়ল ভরিতে ২ হাজার ৪৪৯ টাকা

স্বর্ণের দাম বাড়ল ভরিতে ২ হাজার ৪৪৯ টাকা


ভারত থেকে আসছে না পেঁয়াজ

ভারত থেকে আসছে না পেঁয়াজ


রোববার থেকে ৩০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি

রোববার থেকে ৩০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি


সৌন্দর্যসেবায় আয় কমেছে সবার: বেকার ৪০ শতাংশ উদ্যোক্তা-কর্মী

সৌন্দর্যসেবায় আয় কমেছে সবার: বেকার ৪০ শতাংশ উদ্যোক্তা-কর্মী


ইভ্যালির ব্যবসা পর্যালোচনায় ই-ক্যাবের কমিটি গঠন

ইভ্যালির ব্যবসা পর্যালোচনায় ই-ক্যাবের কমিটি গঠন


অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি সংবাদপত্র শিল্প

অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি সংবাদপত্র শিল্প