
ঢাকা: রাজধানীর গুলশান-১ এর ডিসিসি মার্কেটের আগুন ছড়িয়ে পড়েছে পাশের ভবনে। সোমবার দিবাগত রাত আড়াইটায় মার্কেটটিতে আগুন লাগে যা এখনো নিয়ন্ত্রণে আসেনি। বার বার দেখা যাচ্ছে আগুনের কুন্ডুলী।
প্রায় নয় ঘন্টার চেষ্টাতেও নিয়ন্ত্রণে না আসা ডিডিসি মার্কেটের আগুন গুলশান কমার্স মার্কেটে ছড়িয়ে পড়েছে। এতে করে কমার্স মার্কেটের ব্যবসায়ীদেরকে আহাজারি করতে দেখা গেছে। সেখানকার ব্যবসায়ীরা অভিযোগ ফায়ার সার্ভিসের দিকে। তাদের দাবি ফায়ার সার্ভিসের কাছে পর্যাপ্ত পানি নেই।
এরই মধ্যে ধসে গেছে মার্কেটের ছাদ। এই মার্কেটে প্রায় দেড় হাজার দোকান আছে বলে জানিয়েছেন সেখানকার কয়েকজন মালিক। এর মধ্যে পাঁচ শতাধিক দোকান ভশ্মিভূত হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের উপপরিচালক সমর চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে ২২টি ইউনিট।
সমর চন্দ্র বিশ্বাস জানান, আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে মার্কেটের পূর্ব পাশের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। তবে ভয়াবহ এই আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সদস্যরা চেষ্টা করে যাচ্ছেন।
এদিকে এই মার্কেটের ব্যবসায়ীরা বলছেন, একটি দুর্নীতিগ্রস্ত মহলের ঘটানো পরিকল্পিত ঘটনা এটি। তবে ঘটনা স্থল পরিদর্শন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেন, “মেয়র হিসেবে মনে করি এখানে কোনো নাশকতা না হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ। আমি মনে করি না যে, এখানে নাশকতামূলক কিছু আছে।”
প্রতিবেদন: ময়ূখ, সম্পাদনা: জাবেদ