
ঢাকা: রাজধানীর হাজারীবাগ থেকে ডিসেম্বরের মধ্যে ট্যানারি না সরালে ১ জানুয়ারি থেকে হাজারীবাগে গ্যাস ও বিদ্যুৎসহ সব সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্পনগর পরিদর্শনে গিয়ে সংবাদ সম্মেলনে রোববার সকালে তিনি একথা জানান।
শিল্পমন্ত্রী এসময় বলেন, “জিনিসপত্র পরিবহন ও আনুষঙ্গিক কিছু সমস্যা থাকায় ট্যানারিগুলো সরাতে দেরি হয়ে গেছে। তবে চলতি বছরের শেষ নাগাদ ট্যানারি পুরোপুরি সাভারে স্থানান্তরিত হবে। এ আদেশ না শুনলে ১ জানুয়ারি থেকে হাজারীবাগে গ্যাস ও বিদ্যুৎসহ সব সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হবে।”
তিনি আরো বলেন, ‘যেসব কারখানা এখনো কাজ শুরু করেনি, তাদের চুক্তিও বাতিল করে দেয়া হবে।”
এ সময় আরো উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং সরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তারা।
গ্রন্থনা ও সম্পাদনা: আবু তাহের