ডিসেম্বরে ‘অন্তরজ্বালা’

ঢাকা: মালেক আফসারি পরিচালিত ‘অন্তরজ্বালা’ চলতি বছরেই মুক্তি পাবে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ছবিটি মুক্তি দেয়ার সকল প্রস্তুতি চলছে।
এদিকে অক্টোবর মাসের ২৩ তারিখ ছবির একটি গানের শুটিংয়ের মধ্যে দিয়ে ছবির কাজ শেষ হয়।এডিটিংয়ের কাজ চলছে।সব কিছু ঠিক থাকলে সামনের মাসেই মুক্তির জন্য সেন্সরে জমা দেয়া হতে পারে।
অন্তরজ্বালা ছবিটিতে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন যাহেদ খান ও পরী মনি। ছবিটির কাহিনী, সংলাপ পরিচালক নিজেই লিখেছেন।এতে সঙ্গীত পরিচালনা করেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী এস আই টুটুল।
প্রতিবেদক: নাহিদ ন্যাস, সম্পাদনা: জাহিদ