
নিজস্ব প্রতিনিধি, যশোরঃ যশোরের মনিরামপুরে বাওড়ে সহপাঠীদের সঙ্গে সাঁতার কাটার সময় পানিতে ডুবে নিখোঁজ কলেজছাত্র সোয়েব হোসেনের লাশ ২৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল বাওড়ে তল্লাশি চালিয়ে শুক্রবার দুপুর ১টার দিকে তার লাশ উদ্ধার করে।
সোয়েব হোসেন যশোর আরিফপুর এলাকার পরিবহন সুপারভাইজার শাহিন হোসেনের ছোট ছেলে ও যশোর সরকারি সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
পরিবার জানায়, কোচিং সেন্টার থেকে সহপাঠি সোয়েবসহ তারা মোট ১৯ জন শিক্ষার্থী বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে মনিরামপুরের ঝাঁপা বাঁওড়ের ওপর নির্মিত ভাসমান সেতু দেখতে আসে। পরে তারা একটি ট্রলার ভাড়া করে বাওড়ে নামে। দুপুর ১২ টার দিকে ভাসমান সেতুর পাশে পৌঁছালে ট্রলার থেকে সোয়েব হোসেন, তন্ময় ও রিফাত তিনবন্ধু সাঁতার কাটতে লাফ দেন বাওড়ের পানিতে। এর কিছুক্ষণ পর তন্ময় ও রিফাত তীরে উঠে আসলেও নিখোঁজ হয় সোয়েব। খবর পেয়ে দুপুরের দিকে মনিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এবং খুলনা থেকে ডুবুরি দল যৌথভাবে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত বাওড়ে তল্লাশি চালিয়েও সোয়েবকে উদ্ধার করতে ব্যর্থ হয়।