
ঢাকা: বিশাল জনসংখ্যার বাসস্থান ও খাদ্য চাহিদা মেটাতে ডুবো চরগুলোকে কাজে লাগাতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এনএসডিআই গঠনের লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ জরিপ অধিদপ্তর ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) কর্তৃক যৌথভাবে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘মানুষের খাদ্য ও বাসস্থানের জন্য আরও জমি দরকার। ভূমি উত্তোলন করে এগুলো করতে হবে। ইতোমধ্যে একটি নির্দেশনা দেয়া হয়েছে যে বিভিন্ন দ্বীপ অঞ্চলে ম্যানগ্রোভ বন তৈরি করতে হবে।’
তিনি আরও বলেন, ‘ম্যানগ্রোভ বনগুলো যেমন আমাদের জলোচ্ছ্বাস থেকে রক্ষা করবে তেমনি অর্থনৈতিকভাবে আমরা লাভবান হতে পারব। কাজেই এই সম্ভাবনাগুলোকে আমাদের পরিকল্পিতভাবে কাজে লাগাতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের জনসংখ্যা বেশি, আয়তন কম, এটুকু জায়গার মধ্যে সব মানুষের খাদ্য নিরাপত্তা, বাসস্থানসহ সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পিতভাবে কাজ করতে হবে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘উন্নয়নের প্রতিটি সূচকে বাংলাদেশের অবস্থান বিশ্বে সম্মানজনক। বিশ্ব অর্থনৈতিক মন্দা সত্ত্বেও দেশের অর্থনীতি আজ খুব দৃঢ় অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/এসআই