
ঢাকা: ইংরেজি দৈনিক দ্য ডেইলি সান-এর ভারপ্রাপ্ত সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক আমির হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
তিনি রাজধানীর অ্যাপোলো হাসপাতালে সোমবার দুপুর ১২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিলো ৭৩ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
দ্য ডেইলি সানের যুগ্ম বার্তা সম্পাদক সৈয়দ আফজাল জানান, রোববার রাতে তার বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। পরে আজ দুপুর ১২টার পর পরই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সৈয়দ আফজাল জানান, ইস্ট-ওয়েস্ট মিডিয়া কম্পাউন্ডে দুপুরে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে। এরপর তাকে দাফনের উদ্দেশে মাদারীপুর জেলার শিবচর উপজেলার ক্রোকচর গ্রামে নেয়া হয়।
তিনি জানান, আমির হোসেন পাকিস্তান আমলে তার সাংবাদিকতার ক্যারিয়ার শুরু করেন সে সময়ের প্রধান সংবাদপত্র দৈনিক ইত্তেফাক থেকে। তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ কাভার করেন। এরপর বাংলার বাণী, জয়বাংলা, বাংলাদেশ টুডেসহ বেশ কয়েকটি দৈনিক ও সাপ্তাহিকের সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
গ্রন্থনা ও সম্পাদনা: জাহিদ