
ঢাকা: বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত হানা ফুগেল এস্কেয়ারি এক ফেসবুক প্রকাশনায় এদেশের মানুষের প্রতি তার মুগ্ধতা প্রকাশ করেছেন। সেইসঙ্গে তাদের প্রতি ধন্যবাদও জ্ঞাপন করেন।
বৃহস্পতিবার ডেনিশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিদায়ী বার্তা পোস্ট করেন হানা ফুগেল এস্কেয়ার। সেখানে তিনি জানান, রাষ্ট্রদূত হিসেবে শিগগিরই এদেশে তার মেয়াদ শেষ হয়ে যাবে। তিনি বাংলাদেশে তার অবস্থানকে স্মরণীয় করে রাখার জন্য এদেশের মানুষের প্রতি ধন্যবাদ জানান।
তিনি লিখেন, বিগত তিন বছরে আমি এবং আমার পরিবার এই সুন্দর প্রাণোচ্ছ্বল দেশটি উপভোগ করেছি। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত অসংখ্য মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে। এসব মানুষের সততা এবং সরলতা আমাকে অনুপ্রাণিত করেছে।
ডেনিশ রাষ্ট্রদূত বাংলাদেশের মানুষের ভবিষ্যত নিয়ে আশাবাদী। তিনি উল্লেখ করেন, অব্যাহত অর্থনৈতিক প্রবৃদ্ধি, সমৃদ্ধ সংস্কৃতি, বৈচিত্র্য এবং উদ্যমী তরুণ প্রজন্ম এদেশের সমৃদ্ধি বয়ে আনবে। বাংলাদেশের আরো অগ্রসর এবং সমৃদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
বিস্ময়কর এই দেশ ছেড়ে যাওয়ার জন্য তিনি দুঃখবোধ করছেন বলে উল্লেখ করেন। বাংলাদেশ এবং ডেনমার্কের দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে জেনে তিনি আনন্দিত বোধ করছেন।
সবশেষে তিনি বাংলাদেশ এবং এদেশের মানুষের মঙ্গল কামনা করেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/জাই